Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জনগণ এরশাদের দিকে তাকিয়ে আছে : মীর আসুদ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির ঢাকা মহানগরীর ৬৫ নম্বর ওয়ার্ড শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। মাতুয়াইলের আবদুল লতিফ ভূঁইয়া কলেজ সংলগ্ন গ্যাস রোডে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ। ওয়ার্ডের জাপা সভাপতি শহীদ খাঁর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোবারক হোসনে আজাদ, আকতার দেওয়ান, মহানগর নেতা মাহবুব রহমান খসরু, দ্বীন ইসলাম, আজিজুল হক চৌধুরী সুমন, মোঃ নাজিম উদ্দিন, শামসু্িদ্দন ভূঁইয়া প্রমূখ। সভায় আবদুস সবুর আসুদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার জন্যই মানুষ এরশাদের দিকে তাকিয়ে রয়েছে। নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য জনগণ আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দিয়ে এরশাদকে ক্ষমতায় বসাবে। কারণ এরশাদ ছাড়া ঢাকার এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারেনি। এরশাদ ৯ বছর যে উন্নয়ন করেছেন; বিগত ২৭ বছরেও তার অর্ধেক উন্নয়নও হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ