বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে প্রধান শিক্ষক ও ২৬টিতে সহকারী শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে মাতৃত্বকালিন ছুটি ও ট্রেনিংয়ে রয়েছেন আরও ২৭ জন। এসব ছুটি এবং শিক্ষক সঙ্কটের কারনে পাঠদান ব্যহত হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি না থাকায় অনেক শিক্ষক বদলি এবং অবসরে চলে যাওয়ায় ৪৩টি পদ শূন্য হয় ।
পাঁচকোড়কদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান বলেন তার স্কুলে ১৭২ জন ছাত্রছাত্রী। পদ সংখ্যা ৬টি কিন্তু বর্তমানে শিক্ষক রয়েছে ৩ জন যা পাঠদানে সঙ্কট সৃষ্টি করছে। এছারা প্রধান শিক্ষকের পদ প্রায় ২ বছর শূণ্য রয়েছে। কলইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সিকদার বলেন স্কুলের ৪ টি পদের বিপরীতে রয়েছে ৩ জন। একজন ট্রেনিংএ রয়েছে। জানা যায় যোগাযোগ ব্যাবস্থা প্রতিক‚লে থাকায় এবং অনেক শিক্ষক কয়েটি স্কুলে যেতে অনিহা প্রকাশ করায় সমস্যা দেখা দেয়। এছারা অনেকে নিজেদের পছন্দ অনুযায়ী স্কুলে থাকতে পছন্দ করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নিয়োগ ও পদন্নতি না থাকায় অনেক শিক্ষক বদলি ও অবসরে চলে যাওয়ার ফলে প্রায় ২ বছরের অধিক সময় ধরে কিছু পদ শূণ্য হয়েছে। পরবর্তী নিয়োগে এসব শূন্য পদ পুরণ হবে বলে আশা করা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।