বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ ৩টি তাজা বোমাসহ ২ জনকে আটক করেছে। এরা হলো ফরিদপুর থানার মঙ্গলগ্রাম পারঘাটা পাড়ার ইউসুফ ভুঁইয়ার ছেলে লালু (২৬) ও সাঁথিয়া উপজেলার রুপসী গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন (২৪)। থানা সুত্রে জানা যায়, রোববার উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী রাস্তার পাশে প্রায় ১২/১৫ জন সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিটিং করছে। গোপনে এ সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) কামরুল ইসলাম ও সেকেন্ড অফিসার রায়হান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এ সময় তাদের নিকট থাকা ৩টি তাজা বোমা উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান এরা সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।