বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : নতুন ভোটারদের জন্য স্মার্ট নগরী গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারসহ তেজগাঁও এলাকায় গণসংযোগ শেষে এলাকাবাসীর উদ্দেশে তিনি এ অঙ্গীকার করেন। এসময় আওয়ামী লীগের তেজগাঁও থানার সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সংগঠনের (বিজেএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমি মেয়র নির্বাচিত হলে ঢাকা উত্তরকে পরিচ্ছন্ন ও গ্রিন নগরী হিসেবে গড়ে তোলা হবে। যেখানে থাকবে না কোনো যানজট ও পানিবদ্ধতা। একই সঙ্গে নগরীর উন্নয়নে মরহুম মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলোকে ক্রমান্বয়ে শেষ করা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে একালাবাসীর উদ্দেশে তিনি বলেন, সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমার জন্য দোয়া করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।