Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিচ পারফেক্ট থ্রি

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ট্রিশ সাই পরিচালিত মিউজিকাল কমেডি ফিল্ম ‘পিচ পারফেক্ট থ্রি’। ‘স্টেপ আপ অল ইন’ (২০১৪) সাই পরিচালিত আরেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; এছাড়াও তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন। ‘পিচ পারফেক্ট’ সিরিজের আগের দুটি চলচ্চিত্র যথাক্রমে ২০১৩ এবং ২০১৫ সালে মুক্তি পেয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর বেলাস গ্রুপের সদস্যরা উপলব্ধি করে আকাপেলা শিল্পীদের পেশাগত কোনও সম্ভাবনা নেই; এতে তারা আলাদা হয়ে যায়। বেলাস গ্রুপ ভেঙে যায়। এতে তারা প্রথমে বেশ কিছুটা নিরাশ হয়ে পড়ে। তবে নতুন করে তারা এক হয়। অব্রি (অ্যানা ক্যাম্প) তার সেনা কর্মকর্তা বাবার সাহায্য নিয়ে ইউএসও’র (ইউনাইটেড সার্ভিস অর্গানাইজেশন্স) আন্তর্জাতিক ট্যুরে অংশ নেবার ব্যবস্থা করে। প্রথম দিকে তারা অন্যান্য গ্রুপ থেকে বেশ প্রতিযোগিতার মুখোমুখি হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রতিভা দিয়ে তারা টিকে যায়। এবার দলের ভেতর থেকেই তারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বেকা (অ্যানা কেন্ড্রিক) দলে থেকেও যেন আলাদা হয়ে যায়। একই তার সঙ্গে একটি রেকর্ড লেবেলের চুক্তি হয়। বেলাস সদস্যরা কি তার এই সাফল্য মেনে নেবে নাকি তা সহজভাবে মেনে নেবে? বেকা কি গ্রুপকে সময় দেবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ