Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় আসছে কনকচাঁপা’র স্মৃতিচারণমূলক বই কাটা ঘুড়ি

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: বিশিষ্ট সঙ্গীতশিল্পী কনকচাঁপার মাঝে মাঝে লেখালেখি করেন, ছবিও আঁকেন। ২০১৬ সালে তার প্রথম একক চিত্রপ্রদর্শণী ‘দ্বিধার দোলাচল’ বেশ সাড়া জাগিয়েছিল। লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ২০১০ সালে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত ‘স্থবির যাযাবর’ বইটি প্রকাশের মাধ্যমে। এরপর আরো দুটি বই তিনি প্রকাশ করেন। বই দুইটি হচ্ছে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’। তিন বছর পর আবার তার লেখা নতুন বই প্রকাশিত হবে। এটি স্মৃতিচারণ মূলক বই বইটির নাম ‘কাটা ঘুড়ি’। ‘প্রাণের বাংলা’ নামক একটি অনলাইন পোর্টলে আবিদা নাসরিন কলি’র বিশেষ অনুরোধে গত দুই বছর যাবত নিয়মিত স্মৃতিচারণ মূলক লেখা লিখে আসছেন। কলির অনুপ্রেরণায় কনকচাঁপা লেখাগুলো একত্রিত করে বই আকারে প্রকাশ করতে যাচ্ছেন আগামী একুশে বই মেলায়। এরইমধ্যে বই প্রকাশের সব কাজ শেষ বলে জানান কনকচাঁপা। বইটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। কনকচাঁপা বলেন, ‘প্রতিটি মানুষই একটি দর্শন নিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমার জীবনের দর্শন আমার বাবা-মা। আমার জীবনের দর্শনের স্থপতি তারাই। তাদের সঙ্গে জীবনের নানা মুহুর্তের স্মৃতিচারণমূলক গল্পই উঠে আসবে কাটা ঘুড়ি বইটিতে। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আবিদা নাসরিন কলিকে। কারণ তার উৎসাহে নিয়মিত এই ধরনের লেখা না লিখেলে এই বই প্রকাশের কথা চিন্তাও করতে পারতাম না। তাছাড়া আরেকটি কথা না বললেই নয়, যে অনলাইন পোর্টালে আমি নিয়মিত লিখতাম, সেখানে দেশের অনেক বরেণ্য লেখকও নিয়মিত লিখতেন। নিজের লেখা পড়তে গিয়েও তাদের লেখা নিয়মিত পড়া আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আমার ভীষণ ভালো লাগতো সেসব লেখকের লেখা পড়তে। পাঠক তাদের লেখা পড়তে গিয়েও আমার লেখা পড়বেন, সেই ভাবনা থেকেও নিয়মিত লিখতাম আমি।’ বইয়ের নামকরণ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘মানুষ সময়কে কখনোই ধরে রাখতে পারেনা। সময় চলেই যায়। সময়ের সঙ্গে আমি ঘুড়ির সাদৃশ্য খুঁজে পেয়েছি। ঘুড়ির সুতা হচ্ছে স্মৃতি। সেই স্মৃতি দিয়ে আমি ফেলে আসা সময়কে খুঁজে বেড়াই। তাই এর নামকরণ করেছি।’ এদিকে নিয়মিত স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন কনকচাঁপা। তার সর্বশেষ একক অ্যালবাম ‘পদ্মপুকুর’ লেজার ভিশনের ব্যানার থেকে বাজারে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ