Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: তরুণ চলচ্চিত্র নির্মাতা তৈরির লক্ষ্যে শুরু হয়েছে অষ্টম ঢাকা সিনে ওয়ার্কশপ। ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আইএফসিএবি ও পাঠশালা- দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে। পাঠশালা-দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউটর ধানমন্ডি ক্যা¤পাসে কর্মশালা শুরু হয়েছে। এবারের কর্মশালায় ৩৫ জনের বেশি প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ২০ জনেরও বেশি। দুই সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন চলচ্চিত্র নির্মাতা, সমালোচক ও ফিল্ম একাডেমিশিয়ান গণ এতে প্রশিক্ষণ দেবেন। ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই ওয়ার্কশপ আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ