Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ

প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৪ পিএম, ৭ জানুয়ারি, ২০১৮

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি ব্রীজের অভাবে হাজার হাজার মানুষের কষ্টের অন্ত ছিল না। তবুও দীর্ঘদিন ধরে কেউ সেখানে একটি ব্রীজ নির্মাণে সঠিক কোনো পদক্ষেপ না নেয়ায় সাধারণের দূর্ভোগ দিনকে দিন বেড়েই চলছিল। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে উপজেলার সুলতানপুর গ্রামে পাহাড়ি ছড়ার উপর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি কাঠের ব্রিজ নিমার্ণ করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী স্থানীয় লোকজনদের নিয়ে নিজ উদ্যোগ, শ্রম ও অর্থায়নে ব্রিজটি একদিনের মধ্যেই নির্মাণ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উপজেলার সুলতানপুর গ্রামে ছড়ার পানিতে ভিজে স্থানীয় চা-শ্রমিকসহ প্রতিদিন প্রায় ৮/১০টি গ্রামের হাজার হাজার মানুষ পারাপার হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছড়ার পানিতে ভিজে পারাপার হয়। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে বাড়তি দূর্ভোগ পোহাতে হয়। ব্রীজ নির্মাণ হওয়ায় স্থানীয় জনতাসহ চা-বাগানের বসবাসরত শ্রমিকদের মাঝে ব্যাপক আনন্দ-উদ্দীপনা দেখা গেছে। ব্রিজ নির্মাণকাজে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহক্ষায়ক সোহাগ মিয়া, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি স¤্রাট মিয়া, উপজেলা ছাত্রলীগের সদস্য জুনাইদ মিয়াসহ নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ