রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে ৯ দিন ধরে নিঁেখাজ মাইন উদ্দিন নামে এক যুবকের সন্ধান মিলছে না। তার ভাগ্যে কি ঘটেছে এ নিয়ে তার পরিবার পরিজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। উপজেলার জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে মাইন উদ্দিন (১৮) ৩০ ডিসেম্বর নিঁেখাজ হয়। তার পরিবার জানায়, ওই দিন দুপুরের পর থেকে মাইন উদ্দিন জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোঁজাখুজি করে তার কোনো সন্ধান মেলেনি। এদিকে ছেলের সন্ধান না পেয়ে তার পরিবারের মধ্যে হতাশা ও উৎকন্ঠা দেখা দিয়েছে। এ ব্যাপারে তার পিতা ভুট্টু মিয়া ৩১ ডিসেম্বর মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডির তদন্তে থাকা মাধবপুর থানার সহকারী এসআই কমলা কান্ত মালাকার জানান, তার সর্বশেষ অবস্থান জানার জন্য মোবাইল ফোন ট্যাক করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।