বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বিরোধকৃত জমি দখলের পর আরও অতিরিক্ত জমি দখলে নেয়ার সময় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের হানু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে সাহিদ মিয়া (৩৫)। এ ঘটনায় পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করে। আটককৃতরা হলেন- একই গ্রামের সুমনের স্ত্রী সাবিনা আক্তার, সিরাজুল ইসলামের স্ত্রী খোদেজা আক্তার। নিহতের স্ত্রী নার্গিস আক্তার শনিবার দুপুরে বাদী হয়ে ৭ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা গেছে, নিহত সাহিদ মিয়া ও তার ভাই সহিদ তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসত বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছিলেন। সম্প্রতি তাদের চাচাত বোন সাবিনা ও খোদেজা ওই জমি দখল করার জন্য চেষ্টা করতে থাকে। এ ব্যাপারে সাবিনা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগও দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর থানার এস.আই সৈয়দ আজিজুল হক বসত বাড়ী ভেঙ্গে প্রতিপক্ষকে ২ শতাংশ জমি পাইয়ে দেয়। শুক্রবার বিকেলে প্রতিপক্ষের সাবিনা, খোদেজা, ইমান, রমজান আলী ও তাদের লোকজন ২ শতাংশ জমি নেওয়ার পরও আরও জমি দখলে নেয়ার জন্য খুঁটি পুতাঁর সময় প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করে। এতে সাহিদ মিয়া গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহতের মা ফিরুজা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলেরা দীর্ঘদিন ধরে বাড়ীঘর করে বসবাস করছিল। সাবিনার অভিযোগের কারণে শ্রীপুর থানার এস.আই সৈয়দ আজিজুল হক আমাদেরকে জমি ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করত। পুলিশের ভয়ে আমার ছেলেরা বাড়ীঘর ভেঙ্গে ২ শতাংশ জমি বুঝাইয়া দিলেও আরও জমি নেওয়ার চেষ্টা করায় আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মারপিট করে। এ ব্যাপারে শ্রীপুর থানার এস.আই সৈয়দ আজিজুল হক চাপ প্রয়োগের কথা অস্বীকার করে জানান, তাদের জমির বিরোধটি স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম মিমাংসা করে দিয়েছেন।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।