Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের দুঃখ হাড়িধোয়া নদী ফিরে পাবে হারানো রূপ -এমপি সিরাজ মোল্লা

৪৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : শিবপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৫ তলা একাডেমিক ভবন আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। শিবপুরের সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ সিরাজুল মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব রপ্তানী উন্নয়ন ব্যুরোর সচিব আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোজাম্মেল হক, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো: হারুন অর রশিদ সরকার, শিবপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু সিদ্দিক মিয়া, আওয়ামীলীগ নেতা নুরুদ্দিন মিয়া। স্বাগতিক বক্তব্য পেশ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তৃতায় এমপি সিরাজ মোল্লা বলেন, শিক্ষা হচ্ছে সকল উন্নয়নের পূর্ব শর্ত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছুতে পারেনা। এ কথা উপলব্ধি করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেই শিক্ষা তথা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। গরীব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের মাধ্যম হিসেবে দেশের প্রতিটি উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার পরিকল্পনা নিয়েছেন। ইতিমধ্যেই শিবপুর উপজেলায় ২ টি উচ্চ বিদ্যালয়কে জাতীয়করন করার ঘোষণা দেয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নই শিক্ষার উন্নয়ন নয়। সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা যে শিক্ষায় দায়িত্ববোধ ও মানবতাবোধের জন্ম দেয়, জন্ম দেয় দেশপ্রেমের। তিনি বলেন, নরসিংদীর মানুষের দু:খ দূষিত হাড়িধোয়া নদী পুন:খনন ও সংস্কার করার জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অচিরেই এই নদী এর হারানো রূপ ফিরে পাবে। মানুষের মুখে হাসি ফোটাবে এই নদীর স্বচ্ছ বিশুদ্ধ পানি। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের পূর্বে শিবপুরের সকল রাস্তাঘাট মেরামত করে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ