Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রীষ্মকালীন শশা বাজারে আসার অপেক্ষায়

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : চোখ যেন জুড়িয়ে যায়। সবুজ আর হলুদ রঙে সেজে বাতাসের তালে তালে মৃদু নেচে হেসে উঠছে ওরা। ফলে-ফুলে এখন পরিপূর্ণ। অপেক্ষা করছে বাজারে আসার জন্য। সপ্তাহ দুয়েক পরেই বাজারে আসবে ধারণা করছেন কৃষক। নতুন কোন দুর্যোগ না হলে লাভবান হবে বলে আশাবাদী তারা। এ আশা গ্রীষ্মকালীন শশাকে ঘিরে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা চরপাড়া গ্রামে দেখা যায়, ঘেরপাড়ে অসংখ্য শশাক্ষেত। মহিউদ্দীন শেখ (৫০) মূলত স্থানীয় মসজিদের ইমাম। কিন্তু নিজের জমি ও শশাক্ষেতের প্রতি রয়েছে দরদ। সেভাবেই সাজিয়ে তুলেছেন নিজের শশাক্ষেত। ইমাম মহিউদ্দীন শেখ জানান, তার মৎস্যঘেরের পাড়ে ০৬ শতাংশ জমিতে ৪শ’ শশার চারা রোপন করেছিলেন। বর্তমানে শশার চারাগুলোর বয়স ৩ মাস অতিবাহিত হয়েছে।
এ অবস্থায় শশাক্ষেত এখন ফলে-ফুলে পূর্ণ হয়েছে। এ মৌসুমে ২০ থেকে ২৫ মন শশা হতে পারে। শশার বর্তমান পাইকারী বাজার মূল্য প্রতিকেজি ১৫ টাকা। আগাম বাজারজাত করতে পারলে দাম একটু বেশী পাওয়া যাবে। ফলে বিগত বছরের তুলনায় এ বছর শশাচাষ করে আর্থিকভাবে সাবলম্বী হবেন বলে তিনি আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ