Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘স্বপ্ন’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘স্বপ্ন’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। শব্দটি অনেক ছোট, কিন্তু নামের মতই এর স্বপ্ন অনেক বড়। অসহায় মানুষদের পাশে দাড়ানোর মহৎ উদ্দেশ্য থেকেই স্বপ্নের পথচলা শুরু। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা পদক্ষেপ স্বপ্ন’র পরিচিতি অনেকদূর নিয়ে গেছে। ২০১৩ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা সংগঠনটি এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘স্বপ্ন ডে’ নামে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। এতে সংগঠনের সভাপতি ডা. ইফতেখার আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. এ কে লুৎফুল কবির। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রনালয়ের সহকারী সচিব মো. আব্দুল খালেক এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রক্টর মো. আল মামুন। বক্তারা বলেন, ‘এগিয়ে যাক স্বপ্ন, এগিয়ে যাক মানবতা, এগিয়ে যাক সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো- এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ’। বৃক্ষরোপন কর্মসূচী, বই পড়া কার্যক্রম , দরিদ্র ছাত্রদের বৃত্তি,দরিদ্রদের খাবার বিতরণ, কম্বল বিতরণ, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা সামগ্রী বিতরণ, অগ্নিদগ্ধদের সহযোগিতা ও স্বাবলম্বীকরনসহ নানা ধরনের সামাজিক কাজে জড়িত সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ