Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নরফান্ড থেকে ১ কোটি ডলার পাচ্ছে সিটি ব্যাংক

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক নরওয়েজিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (নরফান্ড) থেকে ১ কোটি মার্কিন ডলার অর্থ সংস্থান করেছে। এই অর্থ সিটি ব্যাংকের প্রজেক্ট ফাইন্যান্সিং এবং অফসোর ব্যাংকিং-এর ব্যবসা সম্প্রসারণে ব্যবহৃত হবে। সম্প্রতি এ উপলক্ষে নরওয়ের অসলোতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন এবং নরফান্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেল রোল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স মাহবুব জামিল, নরফান্ডের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের প্রধান এরিক স্যান্ডারসেন ও সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার ম্যারিয়ান হ্যালভরসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ