Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজধানীতে বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর তেজগাঁওয়ের বিজয় স্মরণী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রূপন ডিও (৪৫)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ল্যান্স নায়েক ভিএম পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠিয়েছে। তেজগাঁও থানার এসআই শাহজাহান বলেন, সকাল পৌনে সাতটার দিকে রূপন ডিও একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। তার মোটরসাইকেলটি বিজয় স্মরণীর বিমান ক্রসিংয়ের সামনে আসামাত্র বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও তার চালক পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ