Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুদ্ধি ও জ্ঞান সমার্থক নয়, বুদ্ধি সহজাত প্রবৃত্তি জ্ঞান অর্জিত গুণাবলি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : গত শুক্রবার রাতে শেষ হয়েছে নরসিংদী জামেয়া কাসেমিয়া কামেল মাদ্রাসার ৩ দিনব্যাপী ৪২ তম ইসলামী মহাসম্মেলন। শেষ দিনে মূল আলোচনায় বক্তৃতাকালে অনুষ্ঠানের সভাপতি, জামেয়া কাসেমিয়ার প্রতিষ্ঠাতা, বর্তমান মহপরিচালক ও বাংলাদেশ ইসলামী বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী বলেন, বুদ্ধি এবং জ্ঞান এক বা সমার্থক নয়। বুদ্ধি হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আর জ্ঞান হচ্ছে বুদ্ধি দ্বারা অর্জিত গুণাবলী। মহান আল্লাহ মানুষের মন ও মগজে বুদ্ধি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। যাতে মানুষ বুদ্ধির সাহায্যে সঠিক শিক্ষা লাভ করতে পারে। আল্লাহর একত্ব, তার উৎস ও মৌলিকত্বকে ধারণ করে বহুমুখী জ্ঞান অর্জন করতে পারে। আর সেই অর্জিত জ্ঞান দিয়ে মানুষের ইহ ও পারলৌকিক উপকার সাধন করতে পারে, কল্যাণ করতে পারে মানুষ ও মানবতার। বুদ্ধিজীবি আর জ্ঞানজীবি এক কথা নয়। যারা জ্ঞান দিয়ে জীবিকা নির্বাহ করে তারা জ্ঞানজীবি, বুদ্ধিজীবি নয়। মানুষ তার কু-প্রবৃত্তির তাড়নায় বুদ্ধিকে দুর্বুদ্ধি বানিয়ে খোদাদ্রোহী জ্ঞান অর্জন করে, অবৈধ সম্পদ অর্জন করে। মানুষকে বিপথগামী করে দেয়। পরকালকে ভূলিয়ে জাগতিকতার মোহ জাগিয়ে তোলে। তারা মানুষকে নাস্তিক বানিয়ে পৃথিবীতে দ্বন্দ¦ কলহের সৃষ্টি করে, সৃষ্টি করে মানুষে মানুষে ভেদাভেদ। যার ফলে মানুষের উপর আপতিত হয় আল্লাহর অসন্তোষ্টি। পৃথিবীতে সৃষ্টি হয় অভাব, অভিযোগ, রোগ, শোক, জরাজীর্ণতা। এই অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে হলে মানুষকে নিজের উৎস ও গন্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান অধিকার করতে হবে। আর এর জন্যে ফিরে যেতে হবে কোরআন ও সুন্নাহর পথে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ ইমাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ড. মনজুর এলাহী, শায়খ শাহ ওয়ালীউল্লাহ, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল আল মাদানী, শায়খ মুজিবুর রহমান, ইংরেজী ভাষায় বক্তৃতা করেন কবির আহমদ। এর আগে ২য় দিনে প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। উদ্বোধন করেন, নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঁইয়া। প্রথম দিন ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মনজুর এলাহী। উদ্বোধন করেন জামেয়া কাসেমিয়া মহিলা কামেল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি মো: বোরহানউদ্দিন ভূঁইয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ