প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র রেখে মাঝখানের সৈকতে নির্মাণ করা হয়েছে এবারের ইত্যাদির মঞ্চ। ঐতিহ্য, সম্পদ এবং সৌন্দর্যের বিপুল আধার পর্যটন জেলা কক্সবাজার কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের বুকেও এক অসামান্য স্থান দখল করে আছে। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে আছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত, দর্শনীয় স্থানগুলোর উপর আছে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবনচাষ, মহেষখালীর পান এবং কক্সবাজারের সবচাইতে বৃহত্তম শুঁটকি পল্লী নাজিরারটেকের উপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন। স¤প্রতি তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস্ অর্জনকারী ইত্যাদি আবিস্কৃত মাগুরার হালিমের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী যাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘরের’ উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবারের ইত্যাদিতে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। সাথে ইউকিলিলি বাজিয়েছেন ইমরান। সাগর নিয়ে একটি পুরানো জনপ্রিয় গানের চিত্রায়নে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন ও মীর সাব্বির। এছাড়াও রয়েছে চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সঙ্গীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ। সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, দর্শক পর্ব ও চিঠিপত্র পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।