Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমায় দলীয় ব্যানার ব্যবহার করায় সেন্সর বোর্ডের আপত্তি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সিনেমায় দলীয় ব্যানার ব্যবহার করায় আপত্তি জানিয়েছে সেন্সরবোর্ড। উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করায় এ আপত্তি জানানো হয়েছে। সম্প্রতি সেন্সর বোর্ড সিনেমাটি দেখেছে। কেন আপত্তি জানানো হয়েছে প্রশ্ন করলে সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসিরুদ্দিন দিলু বলেন, সিনেমার দৃশ্যে দেখা যায় শাকিব খান নেতা হওয়ার জন্য মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। তার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, কেউ যদি কোনো সিনেমার গল্পে রাজনীতি নিয়ে আসতে চান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সিনেমাতে জাতীয় নেতাদের ছবি ব্যবহার করায় মনে হচ্ছে, শাকিব খান বোধ হয় আওয়ামী লীগের নেতা হচ্ছেন। সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী সিনেমায় অদৃশ্য কোনো দলের নাম দিতে হবে। সরাসরি কোনো দলের পরিচয় দেওয়া যাবে না। সিনেমার গল্পে শাকিব নেতা হতেই পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো দলের নেতা হতে পারবেন না। এ কারণে আমরা এই ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছি। দিলু বলেন, এখন সিনেমার দৃশ্যগুলো মুছে ফেলতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। এখন ডিজিটাল যুগ। চাইলেই এডিটিং করা সহজ। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব ও মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ