প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ আগামী ৮ মে থেকে ১৯ মে অনুষ্ঠিত হবে ৭১’তম ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’। এই ফ্যাস্টিভ্যালে অংশ নিচ্ছে ওবিদ রেহান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাজ্য’। বিষয়টি নিশ্চিত করেছে ‘রাজ্য’ চলচ্চিত্রের পরিচালক নিয়াজ কামরান আবির এবং এর অভিনেতা ওবিদ রেহান। প্রথমবারের মতো নিজের অভিনীত কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ যাওয়া নিয়ে উচ্ছ¡সিত ওবিদ রেহান। ওবিদ বলেন, ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল-এ আমার অভিনীত রাজ্য অংশ নিতে যাচ্ছে, এটা আমার মতো অতি সাধারণ একজন অভিনেতার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালোলাগার। আমি নির্মাতা আবিরের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন।’ মিডিয়াতে ওবিদ রেহানের অভিষেক হয় নাট্যদল ‘নাট্যকেন্দ্র’র মাধ্যমে ১৯৯৭ সালে। এই দলের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন ‘আরজ চরিতামৃত’,‘প্রতিসরণ’,‘ডালিম কুমার’,‘নকশী কাঁথার মাঠ’, ‘বিচ্ছু’সহ আরো বেশ কয়েকটি নাটকে। ১৯৯৮ সালে ওবিদ প্রথম কায়সার আহমেদ’র নির্দেশনায় ‘একটি দস্যি মেয়ে’ নামক টিভি নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন আমেরিকা প্রবাসী অভিনেত্রী রুমানা। এরপর থেকে আজ অবধি অভিনয়েই নিয়মিত থেকেছেন ওবিদ। ওবিদ বলেন, ‘আমার আজকের অবস্থানের পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন জাহিদ হাসান ভাই। তিনিই আমার অভিনয়ের শিক্ষক, তার ছায়াতলেই আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন ওবিদ। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কায়সার আহমেদ’র ‘মাহগুরু’,‘আয়না’, জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’,‘ডন’, জাহিদুল ইসলাম জাহিদেও ‘সমাজবিজ্ঞান’, শফিকুল ইসলামের ‘এইটুকু ছোঁয়া লাগে’ ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।