Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আজ সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। জন্মদিন তিনি তার বাবা, মা এবং সন্তানদের সঙ্গে কাটান। আঁখি বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ্য রাখেন, ভালো রাখেন। আর আমি আমার সন্তানদের যেন মানুষের মতো মানুষ করতে পারি। এদিকে আঁখি এখন স্টেজ শো নিয়ে দেশ ও বিদেশে দারুণ ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল সকালের ফ্লাইটে কলকাতা যাচ্ছেন তিনি। সেখানে যোধপুর পার্কে ‘বাংলাদেশ উৎসবে’ ৮ জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন। আঁখি বলেন, ‘সঙ্গীত নিয়ে আমার ব্যস্ততা আল্লাহর রহমত। বছরজুড়েই স্টেজ শো নিয়ে আমার ভীষণ ব্যস্ততা থাকে। স্টেজ শোতে অংশ নেয়া জীবনের একটি অংশ হয়ে গেছে। এমনও হয়েছে একই দেশে একই স্থানে আমি পরপর টানা পাঁচ বছর গান গেয়েছি। দর্শক শ্রোতা আমাকে ভালোবাসেন বলেই আমি ছুটে গিয়েছি তাদের ডাকে। এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। আর একটি কথা না বললেই নয়, আমি কখনো কোনকিছু নিয়ে লোভ করিনা। আমি চাই সবাই সবসময়ই তার কাজ নিয়ে ভালো থাকুক।’



 

Show all comments
  • abe ৭ জানুয়ারি, ২০১৮, ৪:০৪ পিএম says : 0
    bobda
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ