রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় ট্রাকচাপায় মাহফুজুর রহমান এটম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় অপর মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের এশিয়ান বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান এটম পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকার মরহুম আব্দুর রশিদের ছেলে। আহত মাজেদুল ইসলাম বাবুর (৩০) বাড়ি জেলা শহরের পূর্ব জালাসী এলাকায়। সে ওই এলাকার মরহুম রায়হান হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পঞ্চগড় থেকে ব্যবসায়ীক কাজে বন্ধু মাজেদুল ইসলাম বাবুকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল মাহফুজুর রহমান এটম। যাওয়ার পথে এশিয়ান বাইপাস মোড়ে মোটরসাইকেলের সামনে হঠাৎ কুকুর ও এক সাইকেল আরোহী সামনে পড়লে জোরে ব্রেক চাপায় দুইজনই মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এ সময় দেবীগঞ্জ থেকে বাইপাস মোড় দিয়ে ভুল পথে আসা একটি ট্রাক সড়কে পড়ে থাকা মাহফুজুর রহমানের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোদা থানার ওসি এ কে এম নুরুল ইসলাম ট্রাকচাপায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।