রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৩ আসনের মুরাদনগর ও বাঙ্গরা থানায় ভোটের হাওয়া বইছে। সরকারী দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য একাধিক প্রার্থী আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রচার-প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মহাসচিব কাজি জাহাঙ্গীর আমিরের ছবি সম্বলিত একটি পোস্টারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলসহ সর্বত্র আলোচনা-পর্যালোচনার ঝড় বইছে। একাদশ জাতীয় নির্বাচনকে নিয়ে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারনা তুঙ্গে ঠিক এই মূহর্তে এলাকার হাট-বাজারসহ সর্বত্র এই পোস্টার সাটানো দেখে রাজনৈতিক মহলে চলছে নানান বিশ্লেষন।
জনপ্রিয় ও ক্লিনইমেজের লোক হিসেবে এলাকায় পরিচিত কাজি জাহাঙ্গীর আমিরের নামে পোস্টার দেখে এলাকার মানুষের যেন কৌতুহলের শেষ নেই। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সেক্রেটারী। এ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে ‘ওনি কি প্রার্থী হচ্ছেন’? এমন কথা-বার্তা মানুষের মুখে মুখে এখন বলাবলি হচ্ছে। জাহাঙ্গীর আামিরের সমর্থিত স্থানীয় কর্মীরা জানান, আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন চাইবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।