রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার সাভারে মরা গরুর মাংস বিক্রিকালে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করে মাংসগুলো। গতকাল শনিবার সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডের দিলখুশাবাগ এলাকার আব্দুর রাজ্জাক এর মালিকানাধীন রুপনগর সুপার মার্কেটে এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মাংসের দোকানের ম্যানেজার কসাই আবুল কালাম (২৭) ও দোকান মালিক রাজুর ঘনিষ্ট সহযোগী ওমর ফারুক (৩৪)। অভিযানকালে দোকান মালিক রাজু মিয়া পালিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান জানান, গতকাল শনিবার সকালে পৌর এলাকার ছায়াবিথী মহল্লা থেকে মরা গরুটি সংগ্রহ এবং জবাই করে সাভার বাসষ্ট্যান্ডের রাজ্জাক কাঁচা বাজারের দোকানে এনে মাংস বিক্রয় করছিল দোকানী কসাই রাজু মিয়া। পুরো ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন কৌশলে ক্রেতা সাধারনসহ অন্যান্যদের জানালে বিষয়টি ফাঁস হয়। পরে খবর পেয়ে রাজ্জাক কাঁচা বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে রাজু মিয়ার ম্যানেজার কসাই আবুল কালাম ও সহযোগী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।