রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘উপজেলা আন্তঃ ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭-১৮ এর ফাইনাল খেলা’ অনুষ্ঠিত হয়েছে। ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে শুক্রবার সন্ধ্যায় খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির জানান, কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদল বনাম কড়িহাতা ইউনিয়ন ছাত্রদলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলই বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদল কে পরাজিত করে ফাইনালে অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদল, কড়িহাতা ইউনিয়ন ছাত্রদল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং কড়িহাতা ইউনিয়ন ছাত্রদল রানার্স আপ অর্জন করেছে। কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের কামরুজ্জামান টিপু ম্যান অব দ্যা ম্যাচ এবং সোহেল রানা ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে। পুরস্কার বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আজগর হোসেন খান, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, গাজীপুর জেলা ছাত্রদল নেতা মতিউর রহমান মতি প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মী ও শত শত ক্রিড়াপ্রেমি উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলোয় সভাপতিত্ব করেন ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মিয়া, পরিচালনা করেন ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন ভুঁইয়া এবং ধারাভাষ্যকার হিসাবে ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।