রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : উত্তরের সীমান্তবর্তী সৈয়দপুরসহ গোটা জেলায় গত ৪ দিন ধরে সূর্যের দেখা মিলেনি। পৌষের শুরুতেই কনকনে তীব্র শীত আর ঘন কুয়াশায় মানুষ কাতর হয়ে পড়েছে। শীতের তীব্রতায় কর্মজীবী মানুষ ঘরের বাইরে বেরুতে পারছে না। এ কারণে পুরানো কাপড়ের দোকানে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। রাতে ও ভোরে কুয়াশার কারণে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। ইরি- বোরোর বীজতলা বাঁচাতে কৃষকরা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছেন।
এবছর পুরানো কাপড়ের দাম বেশি হওয়ায় নিæ আয়ের মানুষরা কিনতে পারছেন না। পৌষের শুরুতেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় দরিদ্র ছিন্নমুল মানুষেরা পড়েছে দুর্ভোগে। গ্রামের শীতার্ত মানুষ খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীতনিবারনের চেষ্টা করছে। স্থ্নাীয় আবহাওয়া অফিস,শনিবার ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এই অসহায় মানুষগুলোকে এখনই গরম কাপড় দিয়ে সহযোগিতা প্রয়োজন বলে সচেতনমহল মনে করছেন। এর মধ্যে সৈয়দপুর উপজেলার উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে নতুন আড়াইশ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।