রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ টাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক এমএ রশীদ ভূঁইয়া। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ টাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল। পাকুন্দিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমদ উল্লাহ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি তানভীর হায়দার ভূঁইয়া, প্রেসক্লাবের সদস্য সুমন সরকার, এসএএম মিনহাজ উদ্দিন, রাজন সরকার, দিলিপি রবিদাস, সংবাদকর্মী ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, হুমায়ূন কবীর, শাহরিয়ার হৃদয় প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।