Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ায় মোখলেসুর রহমান বাদলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ টাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক এমএ রশীদ ভূঁইয়া। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ টাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল। পাকুন্দিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমদ উল্লাহ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি তানভীর হায়দার ভূঁইয়া, প্রেসক্লাবের সদস্য সুমন সরকার, এসএএম মিনহাজ উদ্দিন, রাজন সরকার, দিলিপি রবিদাস, সংবাদকর্মী ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, হুমায়ূন কবীর, শাহরিয়ার হৃদয় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ