বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় এক কলেজছাত্রকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শহরের টেকনিক্যাল মোড় এলাকায় আরিফুল ইসলাম সাগর (২২) নামের এই ছাত্রকে কুপিয়ে হত্যা করায় গত বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। নিহত আরিফুল ইসলাম সাগর পাবনা পৌর এলাকার কাচারিপাড়ার মৃত আব্দুল হামিদের পুত্র। সে পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকান্ডের সাথে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো জানান, টেকনিক্যাল মোড়ে একটি চা স্টলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৭/৮ জনের একদল সন্ত্রাসী আরিফুল ইসলাম সাগরকে এলোপাথারীভাবে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, নিহত ছাত্রলীগের কর্মী ছিল বলে প্রচার করা হলেও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক সাংবাদিকদের জানিয়েছেন, আরিফুল ইসলাম সাগর ছাত্রলীগের কেউ নন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।