Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোজাহার আলী প্রধানের ইন্তেকাল

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


জয়পুরহাট জেলা সংবাদদাতা : জযপুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান শুক্রবার বিকেলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনীজনিত রোগে ভুগছিলেন। ৫ জানুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র হত্যাদিবসের কর্মসূচী পালন করে বাড়ীতে ফিরে জুম্মার নামাজ আদায় করেন। বিকেলে অসুস্থবোধ করলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দৈনিক বগুড়ার সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান এবং জয়পুরহাট সদর উপজেলা চেয়পারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান, অধ্যক্ষ শামছুল হক, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা মহিলাদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা কৃষকদল, জেলা তাতীদলসহ দলের সিনিয়র নেতারা শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও জয়পুরহাটের বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবী সুশিল সমাজ সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী সংগঠন শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে ২ স্ত্রী ৩ পুত্র ২ কন্যাসহ, অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যু খবর শোনার পর হাজার হাজার নেতা কর্মী কান্নায় ভেঙ্গে পড়েন এবং জেলায় শোকের ছায়া নেমে আসে। আগামী শনিবার বেলা ২টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে তার জানাযা অনুষ্ঠিত হইবে।
তিনি ১৯৯৭ সাল থেকে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জাতীয় নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে পরপর ২ বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ