Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসির ফ্রি স্বাস্থ্যসেবা নিলেন ১৫ সহ¯্রাধিক রোগী

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে বাড়িতে গিয়ে নাগরিকদের শীতকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। গতকাল শুক্রবার পর্যন্ত এই সেবা নিয়েছেন ১৫ হাজার ৩৭২ রোগী। গরিব, অসহায়, দুস্থ ও বস্তিতে বসবাসরত রোগীদের বাড়িতে গিয়ে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে ডিএসসিসির একটি টিম।
শীতের তীব্রতা বাড়ায় নারী, শিশু ও বৃদ্ধরা জ্বর, সর্দি, কাঁশি, হাঁপানি, শ্বাসকষ্ট ডায়রিয়া ইত্যাদি রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত রোগীদের শতকরা ২৫ শতাংশ শিশু। এছাড়া ৪০ শতাংশ নারী এবং ৩৫ শতাংশ পুরুষ।
জানা যায়, ঢাকা দক্ষিণের ৫ নম্বর অঞ্চলের ৪৫, ৫০, ৫২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ও উত্তর যাত্রাবাড়ী, মীর হাজীরবাগ, মুরাদপুর, জুরাইন, ধলপুর এলাকা এবং অঞ্চল ৩ এর কামরাঙ্গীরচর এলাকা থেকে বেশি রোগী পাওয়া যাচ্ছে। বস্তি এলাকাতেও আক্রান্ত রোগীদের সংখ্যা তুলনামূলক বেশি।
এসব রোগীদের অ্যামোক্সিসিলিন ক্যাপসুল অ্যান্টাসিড, হিস্টাসিন, প্যারাসিটামল, সলবিউটামল, মেট্রোনিডাজল ইত্যাদি ট্যাবলেট এবং ওরস্যালাইন দেওয়া হচ্ছে।
কল সেন্টারে এ পর্যন্ত ৪৯ হাজার ৭৩২টি কল পাওয়া গেছে। এ সেবা কার্যক্রম চলতি জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে। সম্মানিত নাগরিকরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ