Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেম ফিলিস্তিনিদেরই রাজধানী ট্রাম্প বিশ্বে অশান্তি সৃষ্টি করতে চায় -মধুপুর পীর ছাহেব মাওলানা আব্দুল হামিদ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে বিশ্বে অশান্তি সৃষ্টি করতে চায়। জেরুজালেম ফিলিস্তিনী মুসলমানদের রাজধানী হিসেবেই বহাল থাকবে। মুসলিম উম্মাহ’র প্রথম ক্বিবলা মসজিদুল আল আকসা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুরস্থ জামি’আ ইসলামিয়া হালীমিয়া মাদরাসায় ৪৫ তম দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মধুপুর পীর ছাহেব আলহাজ মাওলানা আব্দুল হামিদ একথা বলেন।
এতে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন প্রথম দিনে ভারতের দারুল উলুম দেওবন্দের শাখুল হাদীস হযরাতুল আল্লামা আব্দুল্লাহ মা’রুফী, নারায়ণগঞ্জের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব পীরে কামেল আলহাজ মাওলানা আব্দুল আউয়াল , ফেনী ওলামা বাজার মাদরাসার মুহতামীম হযরাতুল আল্লামা নূরুল ইসরঅম (আদিব সাহেব হুজুর), ভারতের দারুল দেওবন্দের উস্তাদ হযরাতুল আল্লামা রাশেদ আ’জমী, ও শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়্যূবী, অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম খালিদ হুসাইন, মাওলানা নুরুল হক হামিদী। প্রথম দিনে মাহফিলে মুসলিম উম্মাহ’সহ বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন দেওবন্দের হাদীস বিভাবের প্রধান শাখুল হাদীস হযরাতুল আল্লামা আব্দুল্লাহ মা’রুফী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ