Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিন - আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নন এমপিও শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বলেছেন, শিক্ষাজাতির মেরুদন্ড আর শিক্ষকরা হলো আদর্শ জাতি গঠনের কারিগর, তাদেরকে অভূক্ত রেখে সুষ্ঠ জাতি গঠন সম্ভব নয়। পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেন, সরকার উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে দেয়ার জয়গান গেলেও আসলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে, সেটা নন এমপিও শিক্ষকদের সাথে টালবাহানা থেকে অনুমান করা যায়। তিনি বলেন, সরকার দূর্নীতি বন্ধ করলে শুধু এমপিও নয় সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে পারে।এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনেকদিন যাবৎ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা আমরণ অবস্থান কর্মসূচির পালন করছে। এাঁ সরকারের জন্য শুখকর নয়। তিনি বলেন, মানুষ গড়ার কারিগরদের রাস্তায় ফেলে রেখে সত্যিকারের ডিজিটাল দেশ গড়া সম্ভব হবে না। শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদেরকে শিক্ষাদানে ফিরে যাওয়ার ব্যবস্থা করা উচিত সরকারের।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ