বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশের ছোট্ট একটি গ্রামের গল্প বলছি। চারিদিকে সবুজের সমারোহ, মানুষগুলোও সহজ সরল সেই গ্রামে। সড়ক পথে যাতায়াত ব্যবস্থা এখনও ভালো নয়, এসে পৌছায়নি বিদ্যুতের আলো। তবু এখানে আছে জীবনের কোলাহল, আছে কাজে কর্মে মানুষের কর্মব্যস্ততা। নান্দনিক ক্রিকেট ব্যাট তৈরি করে সারাদেশে আলোড়ন তুলেছে ছোট্ট এই গ্রামটি। বলছিলাম পিরোজপুরের বালাদিয়া গ্রামের কথা। এই গ্রামে প্রায় ২০০ জন উদ্যোক্তা ব্যাট তৈরি শিল্পের সাথে জড়িত। বালাদিয়া গ্রামে গেলে ব্যাট তৈরির বিশাল কর্মব্যস্ততা চোখে পড়ার মত। স¤প্রতি এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক এই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সর্বদা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ক্লাস্টার (গুচ্ছ পদ্ধতি) ভিত্তিক অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়ে থাকে। আর মানুষের কল্যাণে ব্র্যাক ব্যাংক সবসময় এসএমই সেক্টরে তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। বালাদিয়া গ্রামে ব্র্যাক ব্যাংক ইতিমধ্যে প্রায় ১০০ কুটির শিল্পের উদ্যোক্তাদের মধ্যে ২ কোটি টাকার ঋণ প্রদান করেছে এবং আনন্দের বিষয় হচ্ছে সবাই ঠিকমতো ঋণের টাকা পরিশোধ করছে।
প্রথম ঋণ বিতরণের প্রায় দুই বছর পর সম্প্রতি ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি উদ্যোক্তা-ব্যাংকার মিলনমেলার আয়োজন করা হয়। বালাদিয়া গ্রামের উদ্যোক্তারা একটি চমৎকার সমিতি হাউজ তৈরি করেছে, সেখানেই এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ব্যাট তৈরি শিল্পের সাথে জড়িত উদ্যোক্তারা বিদেশে ব্যাট রপ্তানির স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে এগিয়ে নিতে তাদের এসএমই ফাউন্ডেশন অথবা অন্য প্রতিষ্ঠান থেকে পরিপূর্ণ প্রশিক্ষণ প্রয়োজন।বিদেশে স্বনামধন্য ব্যাট তৈরির কারখানা পরিদর্শনের সুযোগও তাদের কাজের জন্য হতে পারে বিশেষ সহায়ক। এই শিল্প আরও এগিয়ে গেলে অচিরেই বাংলাদেশে তৈরি ব্যাট দিয়ে আমাদের ক্রিকেট জাতীয় দল দেশে-বিদেশে খেলবে এমন স্বপ্ন দেখাই যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।