Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল এলএনজি টার্মিনাল নির্মাণে মেরিন সেবা পেতে পিএসএ মেরিনের সঙ্গে চুক্তি

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : সামিট পাওয়ার ইন্টারন্যাশন্যালের সহযোগী প্রতিষ্ঠান, সামিট এলএনজি টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ মেরিনের সহযোগী প্রতিষ্ঠান, পিএসএ মেরিন বাংলাদেশের সাথে ১৫বছর মেয়াদী এক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী পিএসএ মেরিন, সামিট এলএনজি এফএসআরইউ টার্মিনালের এলএনজি জাহাজের নোঙর করানো, মুরিং, পাইলট এবং কর্মকর্তাদের স্থানান্তর সেবায় প্রয়োজনীয় তিনটি এসকর্ট টাগবোট, একটি ফাস্ট ক্রুবোট এবং একটি অফশোর সাপ্লাই জাহাজের যোগান দেবে।
চুক্তির মাধ্যমে পিএসএ মেরিন সামিট এলএনজি’র সাথে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সূচনা হলো। সামিট এলএনজি এবং পিএসএ মেরিন ২০১৯ সালের প্রথমার্ধে একসাথে অপারেশন শুরু করবে।
পিএসএ মেরিনের ব্যবস্থাপনা পরিচালক পিটার চু বলেন, এলএনজি টার্মিনালে টোয়েজ সার্ভিসসমূহ সরবরাহে আমরা সুনামের সাথে সেবা দিয়ে আসছি। উদাহরণ হিসেবে উল্লেখ করেন, জুরংয়ে অবস্থিত সিংগাপুর এলএনজি টার্মিনাল অথবা সুর-এ অবস্থিত ওমান এলএনজি টার্মিনালের। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, “সামিট বাংলাদেশের ভৌত অবকাঠামো উন্নয়ন খাতের বৃহত্তম কোম্পানী, যা বর্তমানে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে পাশাপাশি আরো ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নির্মাণাধীন আছে এবং ২৪০০ মেগাওয়াট উন্নয়নাধীন রয়েছে। বাংলাদেশের ১৫ মিলিয়ন টন এলএনজি’র চাহিদা রয়েছে এবং সামিট এই অবকাঠামো সরবরাহের লক্ষ্যে কাজ করছে। এই অঞ্চলের ক্রমবর্ধমান এলএনজি চাহিদায় আমাদের প্রথম এলএনজি প্রকল্পের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় মেরিন-সেবা সরবরাহকারি পিএসএ মেরিনকে পাশে পেয়ে আমরা গর্বিত। ২০১৭ সালে সামিট এলএনজি কক্সবাজারের মহেশখালিতে অবস্থিত এলএনজি টার্মিনালের ফ্লোটিং স্টোরেজ এন্ড রিগ্যাসিফিকেশন ইউনিট থেকে তীরের সাথে যুক্ত বিল্ড, ওন, অপারেট এবং ট্রান্সফার ভিত্তিতে সমুদ্রের তলদেশে ৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণের মাধ্যমে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহের জন্য পেট্রোবাংলার অনুমোদন পায়। এই প্রকল্পটি বাংলাদেশে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের একটি অংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ