Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কূটনীতিক আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে : কুলভুষন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে আটক ভারতের গুপ্তচর কুলভুষান যাদব অভিযোগ করেছেন যে, ভারতের কূটনৈতিক কর্মকর্তা তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে প্রকাশ করা এক ভিডিওচিত্রে তিনি অভিযোগ করেন, গত বছর বড় দিনের সন্ধ্যায় যখন আমার মা এবং স্ত্রী আমার সঙ্গে দেখা করতে এলেন, আমি তাদের চোখে আতঙ্কের সপষ্ট ছাপ দেখতে পাই। তাদেরকে সঙ্গে করে নিয়ে আসা ভারতীয় কর্মকর্তা কিংবা কূটনীতিক এ সময় তাদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন। উল্লেখ্য, পাকিস্তানে আটক ওই গুপ্তচরের সঙ্গে তার পরিবারের সাক্ষাৎ নিয়ে ভারতীয় গণমাধ্যমে তুমুল সমালোচনা হয়। ওই আটক গুপ্তচরের পরিবারের সঙ্গে পাকিস্তানি কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তোলা হয়। এ প্রসঙ্গে ওই গুপ্তচরের মন্তব্য ধারণ করে তা প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিডিওতে যাদব বলেন, ‘ভারতের জনগণ, সরকার এবং নৌবাহিনীর প্রতি আমার একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। তা হলো- আমি ভারতের নৌবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। আমার মা এবং স্ত্রীকে হুমকি দেয়া হয়েছে। আমি তাদের চোখেমুখে সপষ্ট আতঙ্কের ছাপ দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা হলো- কেন তাদের মধ্যে ভয় থাকবে? যা হয়ে গেছে, তা তো হয়েই গেছে।’ তাদের সাক্ষাৎ করতে আসা আমার জন্যে অত্যন্ত আনন্দজনক। এতে আমি যেমন আনন্দিত ছিলাম, আনন্দিত ছিলেন আমার মা-ও। এর মধ্যে কেন কেউ একজন এসে তার সঙ্গে চেঁচামেচি করলো? তিনি আরো বলেন, পাকিস্তানে তার ওপর কোনোরকম নির্যাতন হয়নি। বরং আমাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখে আমার মা অত্যন্ত আনন্দিত হয়েছেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ