Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রতিষ্ঠার ৬০ বছরে গাইবেন রুনা লায়লা

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রতিষ্ঠার ষাট বছর উপলক্ষে চট্টগ্রামে অবস্থিত ফৌজদার হাট ক্যাডেট কলেজে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮, ১৯ ও ২০ জানুয়ারি তিন দিনব্যাপী ক্যাডেট কলেজ প্রাঙ্গনে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘ওল্ড ফৌজিয়ান’স এসোসিয়েসন’র চেয়ারম্যান হেলাল মোকলেস আলম। তিনি জানান, এবারের পুণঃমিলনী অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘ডায়মÐ জুবলি রিইউনিয়ন’। আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যায় তিনদিন ব্যাপীর বর্ণাঢ্য এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। বিষয়টির নিশ্চিত করেছেন রুনা লায়লা নিজেও। রুনা লায়লা বলেন, ‘এবারই প্রথম ক্যাডেট কলেজ আয়োজিত কোন অুনষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবো। অভিনন্দন ফৌজিয়ানস’দের। কারণ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ষাট বছরে পদার্পণ করছে। এই কলেজের ডায়মÐ জুবলি রিইউনিয়নে আমি থাকতে পারবো, গাইতে পারবো এমন একটি বিশেষ মুহুর্তে , এটা নিঃসন্দেহে আমার জন্যও অনেক ভালোলাগার, আনন্দের।’ রুনা লায়লা সর্বশেষ গত ২০ নভেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সঙ্গীত পরিবেশন করেছেন। এদিকে প্রথমবারের মতো সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন রুনা লায়লা। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের একটি গানের সুর করেছেন তিনি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটিতে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানের কথা হচ্ছে ‘গল্পকথার ঐ কল্পলোকে জানি , একদিন চলে যাবো’। ২০১৫ সালে রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ