Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লাক্স-চ্যানেল আই সুপাস্টার প্রতিযোগিতার বিচারক তাহসান ও শুভ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: শুরু হতে যাচ্ছে চ্যানেল আই প্রেজেন্ট লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০১৮। এবারের পর্বে বিচারকের আসনে থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান ও চিত্রনায়ক আরেফিন শুভ। দুজনের সঙ্গী হবেন জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাকমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় বিচারকদের এই নাম। তাহসান বলেন, এর আগেও লাক্স সুপারস্টারের বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে তখন জুনিয়র বিচারক ছিলাম। এবার সিনিয়র বিচারক হিসেবে দায়িত্বটা হবে অনেক বেশি। আশা করি ভালোভাবেই পালন করতে পারবো এ দায়িত্ব। আরেফিন শুভ বলেন, দেশে শিল্পী তৈরিতে অনেক বড় একটি প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। সেখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা দারুণ একটি ব্যাপার। আশা করছি, তাহসান ভাই ও মৌ আপার সঙ্গে সুন্দর সময় কাটবে। আয়োজকরা জানান, শিগগরই শুরু হবে লাক্স সুন্দরী প্রতিযোগীতায় অংশ গ্রহণের নিবন্ধন।
ছবিঃ তাহসান ও শুভ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ