Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অঙ্গজ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: আগামী ২ থেকে ৫ ফেব্রæয়ারী নেপালের পোখারা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রায় ৩৫টি দেশের ৪০০'র অধিক চলচ্চিত্রের মধ্য থেকে ৩০টি দেশের মোট ১৩টি পুর্ণদৈর্ঘ্য এবং ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ইরাক, ইরান, কাজাখস্থান, সিরিয়া, চিলি, জার্মানী, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, ফ্রান্স, রাশিয়া, গ্রীস, চায়না, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল, ইতালী, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ফিলিপাইন, জর্জিয়া, সুইজারল্যান্ড, ক্রোশিয়া, সার্বিয়া, মিশরের নির্মাতাদের চলচ্চিত্র স্থান পেয়েছে। উৎসবের জুরির দায়িত্ব পালন করবেন পেং শিয়াওলিয়ান (চায়না), শুজো ইচিয়ামা (জাপান), ভিমুক্তি জয়াসুন্দরা (শ্রীলংকা), খলিল বেনিকারেন (কাতার), অশোক রানে (ভারত), মিন বাহাদুর ভাম (নেপাল)। উৎসবে বাংলাদেশ থেকে তামান্না সেতুর গল্প এবং খন্দকার সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অঙ্গজ এবং সুপিন বর্মনের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোস্ট মাস্টার প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। নির্মাতা খন্দকার সুমন জানান, শ্রেণী বিভক্ত সমাজে ভিন্ন ভিন্ন জীবন যাপনের গল্পগুলো কখনো কখনো একই বিন্দুতে এসে মিলে যায়। অঙ্গজ চলচ্চিত্র সমাজে আরোপিত ভিন্নতার খোলসের ভিতর থেকে মা-ছেলের স¤পর্কের চিরায়ত মানবিক সেই গল্প উপস্থান করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিক ইসলাম, হৃদয় হোসেন, সাইদুর রহমান রওনক। আইডিয়া এক্সচেঞ্জ এর পরিবেশনায় চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন, চিত্রগ্রহণ এবং স¤পাদনায় ছিলেন সাইফ রাসেল, সংগীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ