Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ন্যাশনাল হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসাসেবা

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গিকার ব্যক্ত করে কুমিল্লায় শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক। এ উপলক্ষে আয়োজিত হেলথক্যাম্প ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের পরিচালনায় কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালে (প্রস্তাবিত) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত হেলথ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়।
হেলথ ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এউপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিদাতা সাবেক সচিব এটিএম শামছুল হক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. একে আজাদ খান, সাবেক এমপি অধ্যাপিকা জোবেদা খাতুন পারুল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব সাইফুউদ্দিন আহমেদ, ন্যাশনাল হেলথ নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ, পরিচালক ডা. আতাউর রহমান, বারডেমের চীফ কনসালটেন্ট ডা. এম এ মহিবুল্লাহ, খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মো: আতাউর রহমান জসিম প্রমুখ। সুধি সমাবেশে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. বাকী আনিছ, কুমিল্লা সমাজসেবা কার্যালয়ের হাসিনা মোর্শেদ, বিশিষ্ট ছড়াকার কবি জহিরুল হক দুলাল, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিএম সিকান্দর, সাংবাদিক অশোক কুমার বড়–য়া–, কাউন্সিলর গোলাম কিবরিয়া, কাউন্সিলর আবদুল জলিল প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ