Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ২:৩০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।
আজ শুক্রবার ভোররাত ৪টা থেকে দাউদকান্দি টোল প্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়।
ঢাকাগামী মাইক্রোবাসের চালক হাফিজ আলী বলেন, দাউদকান্দির আমিরাবাদে সকাল ৮টায় যানজটে আটকা পড়ে ১০ কিলোমিটার পথ পার হতে তিন ঘণ্টা লেগেছে।
ঢাকা থেকে কুমিল্লাগামী বাসের যাত্রী চাঁদপুর সদরের বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র রিয়াদ উদ্দীন বলেন, চাঁদপুর থেকে বাসে উঠে দাউদকান্দি পর্যন্ত যানজটের কারণে এক ঘণ্টার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা লেগেছে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জিয়া আলম বলেন, মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতি, মেঘনা-গোমতি সেতু এলাকার নদী বন্দরে বালুবাহী ট্রাকের উল্টো পথে চলাচল, মালবাহী কাভার্ড ভ্যানের ইচ্ছামতো চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কুমিল্লা হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ