Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তানোরে শাহজাহানের দৌরাত্ম্য গ্রামবাসী অতিষ্ঠ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে আওয়ামী মতাদর্শী এক প্রভাবশালীর বিরুদ্ধে সাংবাদিকের সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের গত মঙ্গলবার এ ঘটনায় সাংবাদিক মমিনুল ইসলাম মুন বাদি হয়ে শাহাজান আলী বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে সম্পত্তি জবরদখলের ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মমিনুল ইসলাম মুন জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় তানোর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, তানোরের বাধাইড় ইউপির মৌজা শিবরামপুর-জেল নম্বর ৫৫ ও ২৬৪ নম্বর দাগে মোট ২৭ শতক সম্পত্তি রয়েছে সাংবাদিক মুনের পিতা জানমোহাম্মদের নামে। এদিকে নামজারি ও নিয়মিত সরকারি খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করে তারা যথারীতি প্রায় দুই যুগ ধরে ওই সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। স¤প্রতি শিবরাম পুর গ্রামের বাসিন্দা মৃত জবেদ আলীর পুত্র প্রভাবশালী ভূমিদস্যু শাহ্জাহান আলী ওই সম্পত্তির প্রায় ৪ শতাংশ জোরপূর্বক জবরদখল করেছে। এ সময় মমিনের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে শাহজাহান তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মমিন ও তার পিতাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে বলেও অভিযোগে বলা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তার ক্রয়কৃত জমি তিনি দখল করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রগন্ডা ছড়ানো হচ্ছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ