বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট জেলা সংবাদদাতা : মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদের সাথে জড়িত নয়। মাদ্রাসার শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন সেই সাথে মাদরাসার শিক্ষার্থীদের কোরআন-হাদিসের জ্ঞান অর্জন করে সঠিক ব্যাখ্যা সমাজে বাস্তবায়ন করতে হবে এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণের কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের ঐতিহ্যবাহী হানাইল নো‘মানীয়া কামিল মাদরাসার শত বৎসর পূর্তি উৎসব উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদ্রাসা) মোঃ আলমগীর হোসেন। জয়পুরহাট জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মোকাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম ছায়েফ উল্ল্যা, পুলিশ সুপার মো: রশীদুল হাসান, মাদ্রাসার গভর্নিং বডি’র সহ-সভাপতি ও পদ্মা ফিড এন্ড চিকস্ এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আনোয়ারুল হক, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, প্রাক্তন শিক্ষার্থী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবুল খায়ের মু. ওয়ালী উল্লাহ, আরবি বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, হাকিমপুর পাউসগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মামনুর রশিদ, হানাইল মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল কাদীর, অন্যান্য অতিথিবৃন্দ। ১শ বছরের পুরাতন এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান প্রায় ২ হাজারের অধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ এর উপ-সচিব নূর মোহাম্মদ মাসুম, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, রাজশাহীর পুঠিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান আহমদল্লাহ্, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসিবুল আলম, জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট জেলা সাধারন সম্পাদক তিতাস মোস্তফা। এ ছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য সাবেক শিক্ষার্থী ও শিক্ষানুরাগিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।