বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ সঙ্কট ও এক্সেল লোড নিয়ন্ত্রণ এবং আমদানি-রফতানি খাতে সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পোর্ট ইউজার্স ফোরামের নেতারা। বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ফোরামের এক সভায় সংকট নিরসনে অর্থ, বাণিজ্য, নৌ-পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ সভা আয়োজনেরও দাবি জানান তারা। ফোরাম চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, মোটরযানের এক্সেল লোড নিয়ন্ত্রণের ফলে সরকারের ভিশন বাস্তবায়নে যেসব মেগা প্রকল্পগুলো রয়েছে তার ব্যয় ৪০ হাজার কোটি টাকা বেড়ে যাবে। একইসাথে সাধারণ জনগণের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়বে ১০-১২ শতাংশ। এতে করে নৌপথের উপর চাপ সৃষ্টি হবে।
তিনি অতি সম্প্রতি নৌ-মন্ত্রণালয় কর্তৃক ৫ দিনের মধ্যে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাসের যে নির্দেশনা প্রদান করা হয়েছে তার পরিবর্তে পণ্যের ধরণ ও ওজন হিসেবে যৌক্তিক সময় নির্ধারণ এবং পণ্য খালাসের জন্য আধুনিক সুযোগ সুবিধাসহ পর্যাপ্ত ঘাট তৈরির ব্যবস্থা নেয়ার দাবি জানান। সভায় জাতীয় স্বার্থে এসআরও-এর মাধ্যমে আগামী ১ বছরের জন্য রেয়াতী শুল্কে লাইটারেজ জাহাজ আমদানির সুযোগ করে দেয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, লাইটারেজ জাহাজ সঙ্কটের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ছে। এ অবস্থায় পণ্যমূল্য সহনীয় রাখতে কম সময়ের মধ্যে লাইটারেজ জাহাজ আমদানির সুযোগ করে দিতে হবে। সভায় ফোরামের সদস্য সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, শিপিং এজেন্ট এসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি, বন্দর ট্রাক মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশন, ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, প্রাইম মুভার এসোসিয়েশন ও বিজিএপিএমইএ-সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।