Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে -ডা. দীপু মনি এমপি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ছাত্রলীগের ইতিহাস গৌরব ও অর্জনের ইতিহাস। তাই ছাত্রলীগের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। কোনভাবেই নিজেদের মধ্যে বিবাদ করা যাবে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। ইনশাআল্লাহ জয় আমাদের সু-নিশ্চিত। কোন নেতা-কর্মীর আচার-আচরণে যেন মানুষ কোনভাবে কষ্ট না পায় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমরা দেশের জন্য জনগণের জন্য কাজ করি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি উদ্বোধন পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা দেশের স্বাধীনতা বিশ^াস করেন না। তারা সব সময় দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাঁধা দিয়ে আসছে। তারা যুদ্ধাপরাধীদের দোসর হয়ে কাজ করছে। আগামী ১ বছর পরই জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আমাদের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের অর্জনের কথা তুলে ধরতে হবে এবং বিএনপি-জামায়াতের দুঃশাসন, দুস্কর্ম ও দূর্নীতির কথা জানাতে হবে। আর সাধারণ মানুষ যেন এসব জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। জনগণ আগামীতে নৌকা মার্কার জয় সু-নিশ্চিত করে দেশের গণতন্ত্র এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়া দুলাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ