পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইয়াবা ব্যবসার টাকা অবৈধভাবে লেনদেন করার অভিযোগে বিকাশ এজেন্টসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।
গত মঙ্গলবার সিআইডি অর্গানাইজড ক্রাইমের একটি বিশেষ টিম মিরপুর শেওড়াপাড়া থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দু’জন হলেন- বিকাশ এজেন্ট মো. স্বপন ও মো. সালাউদ্দিন। গ্রেফতারের সময় স্বপনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ১৭টি সচল সিম কার্ডসহ মোট ১৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে। যার সবগুলোতেই বিকাশের অ্যাকাউন্ট রয়েছে। মালিবাগস্থ সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজ ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, গত বছরের ২৯ আগস্ট কক্সবাজারের টেকনাফ মডেল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২) দায়েরকৃত মামলায় (মামলা নং-৭৪) তদন্ত শুরু করে সিআইডি। জড়িত দু’জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দায়েরকৃত ওই মামলার আসামি নুরুল হক ওরফে ভুট্টো (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ী। তার সঙ্গে যোগসাজশে ইয়াবা ব্যবসার টাকা লেনদেন করতো স্বপন নামে গ্রেফতার বিকাশ এজেন্ট। তিনি আরও বলেন, বাহকদের মাধ্যমে মো. আফজাল হোসেন ইমন (গ্রেফতার সালাউদ্দিনের বাবা) নামে আরেকজনের কাছে দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বিক্রয় করে আসছে। আফজাল হোসেন ইমন মাদক বিক্রয়লব্ধ টাকা তার ছেলে মো. সালাউদ্দিনের মাধ্যমে বিকাশ এজেন্ট আসামি স্বপনের নিকট পাঠাত। স্বপন তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টেকনাফের বিকাশ এজেন্ট অ্যাকাউন্টে সে টাকা পাঠাত। যা পরবর্তীতে নুরুল হক ওরফে ভুট্টো উত্তোলন করতো। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকাশ এজেন্ট স্বপনের বিকাশ অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৩০ হাজার ২০ টাকা ইয়াবা বিক্রির অবৈধ টাকা লেনদেন হয়েছে। গ্রেফতার সালাউদ্দিনের বাবা মো. আফজাল হোসেন ইমন মিরপুর থানার একটি মাদক মামলায় জেল হাজতে আটক থাকায় তাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডি কর্তৃক তদন্তাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।