Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তকতায় কক্সবাজারের পুলিশ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে খুনি, ডাকাত ও ছিনতাইকারী
কক্সবাজার ব্যুরো : কক্সবাজার শহরের বাহাররছড়া গোলচত্বর এলাকায় পর্যটক আবু তাহের সাগর খুনের সঙ্গে জড়িত দু’ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। গতকাল ঝিলংজার হাজি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঝিংলজা হাজিপাড়ার মো. রফিকের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৬) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেন (১৭)।
র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামী পেশাদার ছিনতাইকারী মোঃ সাইফুল ইসলাম (১৬) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেনকে (১৭) ঝিলংজার হাজীপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট থেকে নিহত আবু তাহের ওরফে সাগরের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গত ১৫ ডিসেম্বর কক্সবাজার বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে নির্মমভাবে খুন হয় আবু তাহের ওরফে সাগর।
এদিকে কক্সবাজার সদর থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার শহর, শহরতলী ও আশপাশের এলাকায় সাড়াশি অভিযান অভ্যাহত রেখেছে। এতে করে গত কয়েকদিনে প্রায় অর্ধশত ডাকাত, ছিনতাইকারী ও দাগী আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গতকাল কক্সবাজার শহর দাপিয়ে বেড়ানো পেশাদার আরো পাঁচ ছিনতাইকারী গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। রোবববার ভোর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ছুরি,পাঁচটি মুখোশ ও চারটি লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার পিটি স্কুল হাশেমিয়া মাদ্রসার এলাকার ছাদেক এর ছেলে মোঃ জামাল হোসেন (২৮), গাড়ীর মাঠ এলাকার মজিবুল হক এর ছেলে মোঃ ফয়েজ (২৬), উখিয়া কোট বাজার মোঃ হাছান প্রঃ হালিম এর ছেলে মোঃ সোহেল (২৪), দঃ রুমিালিয়ারছড়া এলাকার মোঃ কালুর ছেলে মোঃ ইমরান (১৯), পিটিস্কুল এলাকার মোজাম্মেল হক এর ছেলে সায়মন ইসলাম প্রকাশ বাবু (১৬)।
ওসি রনজিত বড়ুয়া জানান, কক্সবাজার পৌরসভার দঃ রুমালিয়ারছড়া ডালিয়া কলোনীর সামনে খালি জায়গায় ডাকাতির প্রস্তুতি অবস্থা থেকে এসব ছিনতাকারীদের গ্রেফতার করেন গ্রেফতারকৃত ছিনতাকারীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গত পাঁচদিনের অভিযানে এখন পর্যন্ত ৪৪ জন ছিনতাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ওসি রনজিত বডুয়া জানান, পর্যটন মৌসুমে প্রতিদিন কক্সবাজারে আসছেন লাখো পর্যটক। পর্যটকদের নিরাপত্তায় পুলশ সবােচ্চ সর্তকতায় রয়েছে। প্রতিদিন অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ