বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালিয়েছে তানভীর চৌধুরী শাকিল নামে এক ছাত্রলীগ কর্মী। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টিএসসিতে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রæপের সংঘর্ষের ঘটনার সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কর্মী অয়নকে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মী তানভীর চৌধুরী শাকিল হাতুরী দিয়ে মাথা থেতলিয়ে দেয়ার খবর প্রকাশ পায়। এর জেরে বৃহস্পতিবার দুপুরে টিএসসিতে চা খাওয়ার সময় শাকিল দৈনিক পত্রিকার জবি প্রতিনিধি এহসানুল মাহবুব জোবায়েরের মাথায় কাচের গøাস দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এর আগেও শাকিলের বিরুদ্ধে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার্থীদের কাছে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সহ সাংবাদিকদের হুমকি এবং মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ আছে। এদিকে সাংবাদিকের উপর হামলা করে নিজেকে নির্দোশ প্রমানের জন্য শাকিল বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে উল্টো তার উপর সাংবাদিক জোবায়েরের হামলার অভিযোগ করেন। এ সময় প্রক্টর অফিসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও সমকালের জবি প্রতিবেদক লতিফুল ইসলাম ও দৈনিক ইনকিলাবের জবি সংবাদদাতা নাইমুর রহমান নাবিল তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে গেলে মশাল শাকিল মুঠোফোনের ক্যামেরায় তাদের ছবি তুলে পরোক্ষ হুমকি দেয়।
এ বিষয়ে জবি প্রক্টর ড.নূর মোহাম্মদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে সর্ব্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।