বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : চরমোনাইর সাহেবজাদা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মো: আবুল খায়ের বলেছেন, ভোগে দৈহিক পরিতৃপ্তি লাভ করলেও আত্মিক প্রশান্তি লাভ করা যায় না। ত্যাগের মধ্যেই প্রকৃত শান্তি নিহিত রয়েছে। ভোগের মধ্যে শান্তি নেই। আর শান্তির আধার হচ্ছে ইসলাম। ইহ ও পরকালে শান্তি হাসিল করতে হলে নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবিষ্ট করাতে হবে। প্রতিটি মুসলমানকে পূর্ণ ইসলামী জীবন ব্যবস্থায় ঢুকে যেতে হবে। এতে শান্তি, স্বস্তিতো আসবেই, জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্জিত হবে বিজয়। মুসলমানদের সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার সমাধান সহজতর হবে। তিনি গত বুধবার রাতে খাটেহারা দারুন নাজাত ইসলামিয়া মাদরাসা খাটেহারা নরসিংদীর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ২ দিনব্যাপী ১৫তম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের বক্তৃতায় এসব কথা বলেন। সভাপতিত্ব করেন আলহাজ মো: নুরুল হক আফ্রাদ মিলন। প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পৌর মেয়র আলহাজ মো: কামরুজ্জামান কামরুল। উদ্বোধন করেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বক্তৃতা করেন মাওলানা হাফেজ আব্দুল মান্নান, মাওলানা মোক্তার হোসাইন আদিয়াবাদী, মাওলানা সাইফুল্লাহ সাদী। প্রথম দিন প্রধান অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো: মমিন মিয়া, উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ আবু হানিফ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো: জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন মুফতি কেফায়েতউল্লাহ আল আজারী, মাওলানা মুফতি ওয়ালীউল্লাহ, আলহাজ মাওলানা সাদেকুর রহমান, মাওলানা আব্দুর বারী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।