Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবির ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশ^বিদ্যালয় রিপোর্টার : ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার দায়ে অভিযুক্ত ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে ঢাকা বিশ^বিদ্যালয় শৃঙ্খলা কমিটি। গতকাল বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই ১৫ জন ছাত্রের ছাত্রত্ব বাতিলের বিষয়টি চুড়ান্ত হবে বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, যারা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির সভায় সুপারিশ করা হয়েছে। সুপারিশটি সিন্ডিকেটে পাঠানো হবে। সিন্ডিকেট ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে। সম্প্রতি সিআইডির বিশেষ অভিযানে আটকরা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় আরো ৫০ শিক্ষার্থী অবৈধ উপায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ