বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. আজিজুর রহমান এবং এ.কে.এম ফজলুর রহমান। ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এর মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমানকে ১ জানুয়ারি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির তত্ত¡াবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রহমান ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান ১ জানুয়ারি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।
তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বেদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, কারেন্সী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, পেমেন্ট সিষ্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক সিলেট ও রংপুর এ দায়িত্ব পালন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।