Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : নাটোরে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির রায়পুর বটতলা হতে মাদ্রাসা পর্যন্ত কাঁচা রাস্তা পকাকরন কাজের ফলক উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। অগ্রধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (ওজওউচ-২) আওতায় ৫৬, ৪৬,৭৭৬.৪০ টাকা চুক্তি মূল্যে (চেঃ ০০-১১৫০ কিঃ) রাস্তাটি পাকাকরন কার্যক্রমের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর, নাটোর। 

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুর বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ, লালপুর উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান, ওয়ালিয়া ইউপির ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, হুমায়ন কবির হুমা প্রমুখ। এ ছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ